Tuesday, November 4, 2025

বিধানসভায় জাতীয় সঙ্গীতের অ.বমাননা! ১১ BJP বিধায়কের বিরুদ্ধে FIR রুজু পুলিশের

Date:

Share post:

তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল! এমনকী, বিধানসভায় (Assembly) জাতীয় সঙ্গীত চলার সময় কুৎসিত স্লোগান। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ১১ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৪ এবং ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বুধবার সন্ধেতেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান তৃণমূল বিধায়ক সুকুমার রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই তৃণমূলের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। এরপরই এফআইআর রুজু করল পুলিশ।

বুধবার, তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যেই বিধানসভা (Assembly) চত্বরে গোলমাল বাধান বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Bandopadhyay) তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই সময় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি (BJP) বিধায়করা। এই ঘটনা জাতীয় সঙ্গীতের অবমাননা। অভিযোগ তুলে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন পরিশোধীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও তাপস রায়। তাঁদের মতে, এটা শুধু তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে বাধা দান নয়, এটা জাতীয় সঙ্গীতের অবমাননা বিধানসভা চত্বরে এ ঘটনা আগে কখনও ঘটেনি।

জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে স্পিকারকে চিঠিও দেন তৃণমূলের পরিষদীয় দল। স্পিকার সেটি গ্রহণ করেছেন। স্পিকার জানান, “তৃণমূল পরিষদীয় দলের তরফে আমার কাছে অভিযোগ জানানো হয়েছে। বিনা অনুমতিতে প্ররোচনা মূলক সভা এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। সেই অভিযোগ আমি গ্রহণ করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠার পরেই বিধানসভায় আসেন ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার এসে দেখা করেন স্পিকারের সঙ্গে। সূত্রের খবর, বুধবার রাতেই ১১ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে থানায়। সূত্রের খবর এফআইআর-এ নাম রয়েছে ১১ বিধায়কের। তৃণমূলের ধর্নায় জাতীয় সঙ্গীত হচ্ছে তাঁরা শুনতেই পাননি বলে সাফাই দিয়েছে গেরুয়া শিবির। তবে, বিজেপির এই আচরণের তীব্র নিন্দা করে তৃণমূলের মত, আইন আইনের পথে চলবে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...