Wednesday, August 20, 2025

তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ, সকাল সকাল ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার তেলঙ্গানায় (Telengana) হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। ১১৯ বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটাভুটি। তেলেঙ্গানার মসনদে ভারত রাষ্ট্রূীয় সমিতি (BRS)-ই থাকবে নাকি বিজেপি (BJP) বা অন্য কোনও দল ক্ষমতায় আসবে, তার দিকে থাকবে নজর থাকবে সকলেরই। ২২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা অবধি। আগামী ৩ ডিসেম্বর একইসঙ্গে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়. মিজোরাম ও তেলেঙ্গানার নির্বাচনের ফল প্রকাশ হবে। তেলেঙ্গানায় এবার মহিলা ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। তেলেঙ্গানায় ১,৫৮,৭১,৪৯৩ জন পুরুষ ভোটার এবং ১,৫৮,৪৩,৩৩৯ জন মহিলা ভোটার ভোট দেবেন। এছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ২৫৫৭ জন। এবারের নির্বাচনে বিআরএস টানা তৃতীয় বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস (Congress) রাজ্যে প্রথমবার সরকার গঠনে আত্মবিশ্বাসী।

১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬০। শাসক দল বিআরএস এবার ১১৯ আসনেই প্রার্থী দিলেও কংগ্রেস লড়ছে ১১৮টি আসনে। একটি আসন বাম দল সিপিআইকে ছেড়েছে তারা। যদিও কংগ্রেস দাবি মতো তিনটি আসন না ছাড়ায় রাজ্যের মোট ২৪টি আসনে আলাদা ভাবে প্রার্থী দিয়েছে সিপিএম। অন্যদিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ১১১টি বিধানসভা কেন্দ্রে। আটটি আসন তারা ছেড়েছে জনপ্রিয় তেলুগু অভিনেতা পবন কল্যাণের দল জনসেনাকে। এদিন সকালেই তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, তেলেঙ্গানার ভাই-বোনেদের আমি রেকর্ড পরিমাণে ভোটদান করতে ও গণতন্ত্রের উৎসবকে আরও মজবুত করতে আর্জি জানাচ্ছি। বিশেষ  করে আমি যুব প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের ভোট দিতে আবেদন জানাচ্ছি।

শাসক শিবিরের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর (গজওয়েল ও কাম্মারেড্ডি), তাঁর ভাইপো তথা মন্ত্রী হরিশ রাও (সিদ্দিপেট) এবং পুত্র তথা মন্ত্রী কে টি রামারাও (সিরসিল্লা)। কাম্মারেড্ডি আসনে কেসিআরের প্রতিদ্বন্দ্বী প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ রেবন্ত রেড্ডি। আর এক কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি লড়ছেন হুজুরনগরে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন প্রার্থী হয়েছেন সেকেন্দ্রাবাদের জুবিলি হিলস কেন্দ্রে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমার করিমনগর আসনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, ২০১৮-র বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস ৮৮টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল। এ বার সেই দলের নাম বদলে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। এ ছাড়া কংগ্রেস ১৯ এবং তার সহযোগী টিডিপি দু’টি আসনে জিতেছিল। ওয়েইসির মিম ৭, বিজেপি ১ এবং অন্যেরা জিতেছিল ৪টিতে। টিআরএস প্রায় ৪৭, কংগ্রেস ২৮, টিডিপি সাড়ে ৩ এবং বিজেপি প্রায় ৭ শতাংশ ভোট পেয়েছিল।

 

 

 

spot_img

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...