বাংলাদেশে ভূমি.কম্প! রিখটার স্কেলে তী.ব্রতা ৫.৮

শনিবার সকালে কেঁপে উঠল বাংলাদেশ (Earthquake in Bangladesh)। সিসমোগ্রাফ (Seismometer) বলছে কম্পনের তীব্রতা প্রায় ৫.৮। কয়েক সেকেন্ডের জন্য কম্পন স্থায়ী হয়। পড়শি রাষ্ট্রের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কম্পন অনুভূত হয়েছে এ রাজ্যেও। সামান্য হলেও ভূমিকম্প টের পেয়েছে কলকাতা। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকালে ভারতীয় সময় আনুমানিক ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। চট্টগ্রাম, সিলেট, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারেও কম্পন অনুভূত হয়েছে।

Previous articleশীতের দেখা নাই রে! নিরা.শ করল মৌসম ভবনের আপডেট 
Next articleসোমবারই মহুয়া মৈত্রের বি.রুদ্ধে লোকসভায় রিপোর্ট পেশ করতে চায় এথিক্স কমিটি!