Wednesday, May 7, 2025

সোমবারই মহুয়া মৈত্রের বি.রুদ্ধে লোকসভায় রিপোর্ট পেশ করতে চায় এথিক্স কমিটি!

Date:

রাজনৈতিকভাবে না পেরে এবার চক্রান্ত করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ থেকে সরানোর অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে বিজেপি (BJP)। টাকার বদলে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের সাংসদদের পথ খারিজ করার জন্য চলতি অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় রিপোর্ট পেশ করতে চায় এথিক্স কমিটি (Ethics committee)! আগামী ৪ ডিসেম্বর, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) ভাগ্য নির্ধারণ হবে বলেই সূত্র মনে করছে।

মহুয়া মৈত্র তাঁর সাংসদের ইমেলের আইডি, পাসওয়ার্ডও হীরানন্দ দর্শানি নামের ব্যবসায়ীকে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তাঁর থেকেই টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন সাংসদ বলেই আঙুল ওঠে মহুয়ার দিকে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেই অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করে বলেই পাল্টা অভিযোগ করেন মহুয়া। গত ৯ নভেম্বর মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ দিয়ে একটি রিপোর্ট দেয় এথিক্স কমিটি। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এভাবে চক্রান্ত করে ঘাসফুলের সাংসদদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলেই তৃণমূলের তরফে বলা হয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই যে এই বিষয়টি উত্থাপন করা হবে এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে গোটা বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লেখেন আগামী সোমবার ইতিহাস তৈরি হবে। অর্থাৎ মহুয়াকে যেভাবেই হোক সাসপেন্ড করা যে বিজেপির মূল উদ্দেশ্য সেটা পরিষ্কার হয়ে গেছে। গোটা বিষয়টাকে বিজেপির আত্মঘাতী গোল বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন মহুয়া মৈত্র যেভাবে আদানি ইস্যুতে সরব হয়েছিলেন তাই তাঁকে আটকাতে বিজেপির এই চক্রান্ত। যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী বিধায়ক সাংসদ মন্ত্রীরা রাস্তায় নেমে মানুষের জন্য লড়াই করতে অভ্যস্ত। তাই বিধানসভা বা লোকসভায় তাঁদের আটকানোর চেষ্টা করেও কোনও লাভ হবে না। মহুয়া মৈত্র বিপুল ভোটে জয়ী হয়ে আবার লোকসভা বা বিধানসভায় ফিরবেন বলে জানান দেবাংশু।

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version