Monday, May 5, 2025

যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজায় হামলা ইজরায়েলের, মৃত প্রায় ২০০

Date:

Share post:

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, সেইমতো যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই চেনা রূপে ধরা দিল ইজরায়েল। গাজার মাটিতে ফের শুরু হল বেলাগাম হামলা। দক্ষিণ গাজায় ইজরায়েলের এই বোমা হামলায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। শুক্রবার হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরই নতুন করে শুরু হয়েছে এই যুদ্ধ।

গাজা প্রশাসনের তরফে জানা গিয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই শুক্রবার রাত থেকে দক্ষিণ গাজার খান ইউনিসের ২০টিরও বেশি বাড়িতে বোমা হামলা চালায় ইজরায়েল। লাগাতার বোমাবাজিতে ১৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এবং ৫৮৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রসঙ্গত, ৭ অক্টোবরের হামলার প্রতিশোধে গাজাকে কার্যত নরকে পরিণত করার পর কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি হয় হামাস ও ইজরায়েলের মধ্যে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিরতি চুক্তি দু’দফায় বাড়ানো হয়েছিল। এই সময়কালে ৮০ ইজরায়েলি সহ ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইজরায়েল ২৪০ প্যালেস্তাইনের বন্দিকে মুক্তি দিয়েছে। অবশ্য, বৈশ্বিক চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ হলে ফের গাজায় হামলা শুরু করবে ইজরায়েল। সেইমতো ফের হামলা শুরু হল গাজার মাটিতে।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...