SSC-এর নিয়োগ সংক্রান্ত সবক’টি মামলার দ্রুত শুনানির আর্জি! ফের হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, ছ’মাসের মধ্যে ওই মামলাগুলির শুনানি শেষ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, গত ১৬ নভেম্বর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ওই মামলাগুলি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে পাঠান।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ সংক্রান্ত সবক’টি মামলার দ্রুত শুনানির আর্জির দাবি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। সোমবার চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম এ বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এসএসসি-র গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ, নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাগুলির দ্রুত শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।
শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, ছ’মাসের মধ্যে ওই মামলাগুলির শুনানি শেষ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, গত ১৬ নভেম্বর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ওই মামলাগুলি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে পাঠান। তবে এত দিন ওই বেঞ্চ বিভিন্ন মামলা নিয়ে ব্যস্ত থাকায় শুনানি শুরু করা সম্ভব হয়নি। সেকারণেই ফের আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। চলতি সপ্তাহেই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত দু’বছর ধরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাই কোর্টে। এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে হাই কোর্টে ফের এসএসসি মামলা ফিরিয়ে দেওয়া হয়।
প্রয়োজনে হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠন করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই সবকটি মামলার শুনানি হতে পারে বলে খবর।

 

 

 

 

Previous articleব্যাঙ্ক প্র.তারণা মামলায় একযোগে শহরের তিন জায়গায় ত.ল্লাশি চালাচ্ছে সিবিআই
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম