সত্তর বছর বয়সে মাতৃত্বের স্বাদ! কী বলছেন চিকিৎসকেরা?

নারী জীবনের পূর্ণতা কিছুটা হলেও তাঁর মাতৃত্বে লুকিয়ে থাকে, দার্শনিকদের এই কথার প্রেক্ষিতে একাধিক যুক্তি আপনি তৈরি করে নিতেই পারেন, কিন্তু ৭০ বছর বয়সে এক মহিলার মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় চিকিৎসক মহলে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে। কার্যত অসম্ভব এই ঘটনা ঘটে ২০১৯ সালে। বিজ্ঞান বলে নারী দেহে ডিম্বাণু থেকেই ভ্রূণ সৃষ্টি (Embryo is created from an egg)। কিন্তু সেটা একটা বয়সের পর আর সম্ভব নয়। তাহলে ? আসলে ৭০ বছর বয়সী নারী সাফিনা ইন ভিট্রো ফারটিলাইজেশন (in vitro fertilization) পদ্ধতিতে মা হয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানে ‘অসম্ভব’ বলে হয়তো কিছুই নেই। উগান্ডার রাজধানী কাম্পালার ওমেন’স হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফারটিলিটি সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এডওয়ার্ড তামালে সালি জানান এ ক্ষেত্রে ওই মহিলার সঙ্গীর শুক্রাণু ও অন্য এক নারীর ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয়েছে। তবে নিজের ডিম্বাণু থেকেও ভ্রূণ হওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে ডিম্বাণু আগে থেকেই সংরক্ষণ করে রাখতে হবে। সেই ভ্রূণ ওই নারীর জরায়ুতে স্থাপন করলে তাঁর মা হওয়ার সম্ভাবনা থাকে। তবে সাধারণত বেশি বয়সে সন্তান ধারণ করলে মাতৃত্বের ঝুঁকি থেকেই যায়। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের ফলে মায়ের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ে। ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ এবং রক্তশূন্যতা জনিত রিস্ক থাকে। তাই সেই ঝঞ্ঝাট এড়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

Previous articleবিনা টিকিটে ট্রেন সফর, যাত্রীকে ধা*ক্কা টিটির! তারপর..
Next articleকর্মীদের বেতন মেটাতে সব বাড়ি বন্ধক রাখছে বাইজুস