Saturday, January 31, 2026

মহুয়া মামলা: শুক্রবার সংসদে পেশ হতে পারে এথিক্স কমিটির রিপোর্ট

Date:

Share post:

শীতকালীন অধিবেশনের প্রথমদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট সংসদে পেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরইমাঝে সূত্রের খবর শুক্রবার সংসদে পেশ হতে চলেছে মহুয়া সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। লোকসভার স্পিকার ওম বিড়লা এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আধ ঘণ্টা সময়ও দেবেন।

টাকা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদে সেই রিপোর্ট পেশ হওয়ার কথা থাকলেও তা পেশ হয়নি। সংসদ সূত্রে জানা যায়, ‘টেকনিক্যাল’ সমস্যার জন্য সংসদে এই রিপোর্ট পেশ হয়নি সোমবার। কিন্তু তারপর থেকে মহুয়া ইস্যুতে অধিবেশনের প্রথম চারদিন নীরবই ছিল কেন্দ্র। শেষে শুক্রবার স্পিকার ওম বিড়লা মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে আলোচনায় সায় দিয়েছেন। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েও দিয়েছেন তিনি। সুদীপের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত। তবে গোটা প্রক্রিয়ার জন্য মোট ৩০ মিনিট সময় বরাদ্দ করেছেন স্পিকার। প্রথমে সরকার পক্ষের একজন প্রস্তাব আকারে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবেন। পরে মহুয়াকেও সেটা নিয়ে বলার সময় দেওয়া হতে পারে। প্রয়োজন পড়লে ধ্বনিভোটে ওই প্রস্তাব পাশ করাতে পারে কেন্দ্র। তবে সবটাই আধ ঘণ্টার মধ্যে সেরে ফেলার চেষ্টা করবে গেরুয়া শিবির।

উল্লেখ্য, সংসদে টাকা নিয়ে আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। সংসদের এথিক্স কমিটি গত ৯ নভেম্বরের বৈঠকে এই ইস্যুতে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে। তার আগে কৃষ্ণনগরের সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এথিক্স কমিটির (Ethics Committee) সদস্যরা। এরপর মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। অবশ্য শুরু থেকেই এই ঘটনায় মহুয়ার পাশে দাঁড়িয়েছেন বিরোধী সাংসদরা।

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...

সিঙ্গুরের জমিতে ফলছে সোনার ফসল, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বস্তিতে কৃষকরা

সিঙ্গুরের জমিতে ফলছে সোনালী ফসল। আর এতেই মুখে হাসি ফুটেছে সিঙ্গুরের(Singure) চাষিদের। সিঙ্গুরের যে সমস্ত জমি অধিগ্রহণ করেছিল...