ব্রেন ডে.থের পর তৃণমূল বিধায়কের বোনের অ.ঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

মরণোত্তর অঙ্গদান সিদ্ধান্ত নেয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোনের পরিবার। এই প্রক্রিয়া সম্পন্ন করেন বিধায়ক নিজে

কিছুদিন আগে বাইক থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোন জাহানারা বিবি (৫৭)। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। হাসপাতালেই ব্রেন ডেথ হয় তাঁর।

এরপর মরণোত্তর অঙ্গদান সিদ্ধান্ত নেয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোনের পরিবার। এই প্রক্রিয়া সম্পন্ন করেন বিধায়ক নিজে। বোনকে হারিয়ে শোকাচ্ছন্ন হলেও এই উদ্যোগে অন্য একজন জীবন ফিরে পাবেন, এই ভাবনা কিছুটা হলেই সান্তনা জোগাচ্ছে হুমায়ুন কবীরকে। ভারাক্রান্ত মনে বিধায়ক বলেন, ”চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা। চিকিৎসকদের কথায় আমরা দেহ দানের সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন- বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের

 

Previous articleবিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের
Next articleফের বঙ্গ সিপিএমে সংস্কৃতি বদল, সলিল-হেমাঙ্গরা অতীত, রিল্‌স জুড়ে বা.জারি হিন্দি গান!