Friday, May 9, 2025

”লড়াই করব, ফিরে আসব”, সাংসদ পদ হারিয়ে বিস্ফো.রক মহুয়া!

Date:

Share post:

এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সাংসদ পদ খারিজ হওয়ার পর রীতিমতো হুঁশিয়ারি দিলেন মহুয়া মৈত্র। বললেন, ”২ জন নাগরিকের লিখিত বক্তব্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত। আমার বিরুদ্ধে টাকা বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই। আমি নিশ্চিত, কালই বাড়িতে সিবিআই আসবে। আগামী ৬ মাস ধরে হেনস্থা করবে”।

পার্লামেন্টের বাইরে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কবি সুকান্তকে উদ্ধৃত করে “দেখে নেওয়ার” বার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সুর সপ্তমে চড়িয়ে বললেন,
”আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।” মহুয়ার অভিযোগ, এই নীতি কমিটির আসলে কোনও নীতিই নেই।

মহুয়ার কথায়, “এমন দু’জনের বয়ানের ভিত্তিতে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল, যাঁরা পরস্পরবিরোধী কথা বলেছেন। এদের মধ্যে একজন তাঁর প্রাক্তন সঙ্গী, যিনি প্রতিশোধস্পৃহা থেকে মনগড়া অভিযোগ তুলে গিয়েছেন। অন্যজন ব্যবসায়ী, যাঁকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এথিক্স কমিটি ক্যাশ ফর কোশ্চেনের অভিযোগ তুলছে। অথচ, কোথাও কোনও ক্যাশের লেনদেনের প্রমাণ মেলেনি। আমাকে বলা হয়েছে, আমি লোকসভার লগ ইন আইডি ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি। কিন্তু সংসদের নিয়মে কোথাও লেখা নেই যে এটা অনৈতিক।

এদিন সাংসদ পদ খোয়ানোর পর মোদি-আদানি রসায়ন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মহুয়া। তাঁর দাবি, “রমেশ বিধুরী সংসদে দাঁড়িয়ে দানিশ আলীকে অপমান করেছেন, যিনি সংসদে ২৬ জন মুসলিম সাংসদের একজন। ২০ কোটি মুসলমানের দেশে, বিজেপির ৩০৩ জন সাংসদ রয়েছে কিন্তু একজন মুসলিমকে সংসদে পাঠায়নি। রমেশ বিধুরি দানিশ আলীকে অশ্লীল শব্দে ডাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

“আদানিকে বাঁচানোর জন্য মোদি সরকার কতদূর যেতে পারে, তা আজ গোটা দেশ তা বুঝে গেল। আদানি মোদির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট হয়ে গেল। কাল হয়তো আমার বাড়িতে সিবিআই পাঠানো হবে। হয়তো আগামী ৬ আস আমাকে হেনস্তা করা হবে। কিন্তু আমি প্রশ্ন করবই।”

মোদি সরকার ও বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে মহুয়া বলেন, “আমার বয়স ৪৯ বছর। আরও ৩০ বছর লড়াই করব। আমি ফিরব। শেষ দেখে ছাড়ব।”

spot_img

Related articles

রবি দুই দশমিক শূন্য : প্রেম আপডেট

দীপ্র ভট্টাচার্য২০২৫ সাল। সবাই এখন ইনস্টাগ্রাম, রিলস, টিন্ডার আর ব্লুটিকের জগতে বুঁদ হয়ে আছে। এমন সময় এক সকালে...

আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াসাঁকো থেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি-কবিবন্দনা

আজ পঁচিশে বৈশাখ। বাঙালির গর্বের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস (Rabindranath Tagore birthday) উপলক্ষে রাজ্যজুড়ে কবিবন্দনা।...

মুখ্যমন্ত্রীর বার্তার প্রতিফলন!  সর্বদল বৈঠকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা তৃণমূলের

দেশের বর্তমান আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার...

দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ...