Friday, November 14, 2025

ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ

Date:

Share post:

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল এফসি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ। আইএসএলে টানা দুটো ম্যাচ জয় এখনও অধরাই লাল-হলুদের। নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দেওয়ার পরের ম্যাচেই পাঞ্জাব এফসির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ছয় নম্বরে উঠে এলেও, এদিনের পয়েন্ট নষ্ট ভোগাতে পারে কার্লোস কুয়াদ্রাতের দলকে।

এদিন জোড়া বদল করে দল সাজিয়ে ছিলেন কুয়াদ্রাত। আহত খাবরার জায়গায় নিশুকুমার। অন্যদিকে, বিষ্ণুর পরিবর্তে শুরু থেকেই মাঠে নেমেছিলেন নন্দকুমার। যদিও ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। শুরু থেকে গোলের জন্য ঝাঁপালেও, লাল-হলুদের আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। পাঞ্জাব বক্সের কাছে পৌঁছে বারবার খেই হারিয়ে ফেলছিলেন মহেশ-বোরহারা। উল্টে ৩৬ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন পাঞ্জাবের জুয়ান মেরা। লাল-হলুদের প্রাক্তনী স্প্যানিশ উইঙ্গারের বাঁক খাওয়ানো শট প্রভসুখন গিলকে পরাস্ত করে পোস্টে লেগে ফিরে আসে। নইলে তখনই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল খেলতেই থাকেন ক্লেটনরা। ৬০ মিনিটে জুয়ানের সেন্টার থেকে কৃষ্ণনন্দ সিংয়ের হেড সরাসরি প্রভসুখনের হাতে জমা পড়ে। গোলের জন্য মরিয়া কুয়াদ্রাত ৬২ মিনিটে একসঙ্গে তিনটে বদল করেন। নন্দকুমার, বোরহা ও নিশুকে তুলে নিয়ে মহম্মদ রাকিপ, বিষ্ণু ও পারদোকে মাঠে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। এরপর ৮০ মিনিটে ক্রেসপোকে তুলে নিয়ে জেভিয়ার সিভেরিওকে মাঠে নামান কুয়াদ্রাত। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ৮২ মিনিটে পাঞ্জাবের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে পৌঁছে গিয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন বিষ্ণু।

আরও পড়ুন:পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...