Saturday, July 12, 2025

ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ

Date:

Share post:

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল এফসি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ। আইএসএলে টানা দুটো ম্যাচ জয় এখনও অধরাই লাল-হলুদের। নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দেওয়ার পরের ম্যাচেই পাঞ্জাব এফসির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ছয় নম্বরে উঠে এলেও, এদিনের পয়েন্ট নষ্ট ভোগাতে পারে কার্লোস কুয়াদ্রাতের দলকে।

এদিন জোড়া বদল করে দল সাজিয়ে ছিলেন কুয়াদ্রাত। আহত খাবরার জায়গায় নিশুকুমার। অন্যদিকে, বিষ্ণুর পরিবর্তে শুরু থেকেই মাঠে নেমেছিলেন নন্দকুমার। যদিও ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। শুরু থেকে গোলের জন্য ঝাঁপালেও, লাল-হলুদের আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। পাঞ্জাব বক্সের কাছে পৌঁছে বারবার খেই হারিয়ে ফেলছিলেন মহেশ-বোরহারা। উল্টে ৩৬ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন পাঞ্জাবের জুয়ান মেরা। লাল-হলুদের প্রাক্তনী স্প্যানিশ উইঙ্গারের বাঁক খাওয়ানো শট প্রভসুখন গিলকে পরাস্ত করে পোস্টে লেগে ফিরে আসে। নইলে তখনই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল খেলতেই থাকেন ক্লেটনরা। ৬০ মিনিটে জুয়ানের সেন্টার থেকে কৃষ্ণনন্দ সিংয়ের হেড সরাসরি প্রভসুখনের হাতে জমা পড়ে। গোলের জন্য মরিয়া কুয়াদ্রাত ৬২ মিনিটে একসঙ্গে তিনটে বদল করেন। নন্দকুমার, বোরহা ও নিশুকে তুলে নিয়ে মহম্মদ রাকিপ, বিষ্ণু ও পারদোকে মাঠে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। এরপর ৮০ মিনিটে ক্রেসপোকে তুলে নিয়ে জেভিয়ার সিভেরিওকে মাঠে নামান কুয়াদ্রাত। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ৮২ মিনিটে পাঞ্জাবের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে পৌঁছে গিয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন বিষ্ণু।

আরও পড়ুন:পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

spot_img

Related articles

ঘরে বাবার মৃতদেহ, কর্তব্যে অবিচল চুঁচুড়ার চিকিৎসক

তাঁর কর্তব্যপরায়ণতা মনে করিয়ে দিল অগ্নিশ্বরকে। বরাবরই তিনি ব্যতিক্রমী, তবে শুক্রবার তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী...

৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

যৌনকর্মীদের অধিকারের পক্ষে তিন দশকের নিরবচ্ছিন্ন লড়াইয়ের স্মারক অনুষ্ঠান। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র...

এক দেশ এক ভোট উপহাসে পরিণত হতে পারে: দাবি দুই প্রাক্তন প্রধান বিচারপতির

এক দেশ এক ভোট- কেন্দ্রীয়  সরকারের  ভাবনায় অনেক আইনি জটিলতা আছে।  এই পদক্ষেপ দেশের সাংবিধানিক নির্বাচনী পরিকাঠামোকে উপহাসে...

নতুন ঘাস বারাসত ময়দানে: পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী

খুব শীঘ্র খুলে যাবে বারাসত স্টেডিয়াম (Barasat Stadium)। প্রস্তুতি তুঙ্গে। কেমন চলছে উত্তর চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ এই ময়দানের...