Wednesday, January 7, 2026

ধ.র্ম পালটে মু.সলিম, দ্বিতীয় বিয়ে করেছেন কেরলের ‘বি.তর্কিত’ মহিলা চিকিৎসক!

Date:

Share post:

নাম হাদিয়া। বাড়ি কেরলে। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। ধর্মান্তরিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালে বিয়েও করেছিলেন। তাঁর এই ধর্মান্তকরণ নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছিল কেরলে। যদিও সেই বিয়ে ভেঙে যায়। শেফিন জাহানের থেকে আলাদা হয়ে যান তিনি। ফের বিয়ে করেছেন ওই চিকিৎসক।

সম্প্রতি তাঁর বাবা কেরল হাইকোর্টে আবেদন করে জানিয়েছেন, তিনি মেয়ের খোঁজ পাচ্ছেন না। তিনি জানিয়েছিলেন যে মেয়ের সঙ্গে তাঁর কথা হয় ফোনে। কিন্তু কোথায় আছে জানি না। তবে ওই মহিলা জানিয়েছেন, বাবা কেন আদালতে গেলেন বুঝতে পারছি না।এসব ব্যাপার সকলের সামনে বলা উচিত নয়।

শনিবার তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। তিনি জানিয়েছেন, নিজের পছন্দের মানুষকে ফের বিয়ে করেছেন তিনি। তিনি ভিডিওতে বলেছেন, সংবিধান সকলকেই বিয়ের অধিকার দিয়েছে। আবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অধিকারও দেওয়া হয়েছে। এটা সমাজের একটা সাধারণ দিক। কিন্তু আমি বুঝতে পারি না সমাজ কেন আমার বিষয়টাকে নিয়ে এত বিতর্ক তৈরি করে। আমি বড় হয়েছি। নিজে সিদ্ধান্ত নিতে পারি। যখন দেখলাম ওই সম্পর্কে আর থাকতে পারছি না তখন তা থেকে বেরিয়ে আসি। এখন পছন্দের মানুষকে বিয়ে করেছি। আমি মুসলিম হিসাবে খুব খুশি।

ওই মহিলার আগের নাম ছিল কেএম আখিলা। তিনি হিন্দু পরিবারেই জন্মেছিলেন। তবে তামিলনাড়ুতে মেডিক্যাল পড়ার সময় তিনি মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি জাহান নামে এক মুসলিম যুবককে বিয়ে করেন। সেই সময় জাহান মধ্যপ্রাচ্যে কাজ করতেন। তবে বর্তমানে সেই জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। তবে তাঁর প্রথম বিয়েকে ঘিরে ব্যপক জলঘোলা হয়েছিল। বেশ কয়েক মাস ধরে তিনি পুলিশি সুরক্ষায় থাকতেন।

তাঁর বাবা অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ে লাভ জেহাদের শিকার। ২০১৭ সালে এনআইএ রিপোর্টের ভিত্তিতে হাদিয়া ও শফিনের বিয়ে বাতিল করে দিয়েছিল কেরল হাই কোর্ট। কেরল হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন হাদিয়ার স্বামী শফিন জাহান।  হাদিয়া শীর্ষ আদালতকে জানান, তাঁর উপর কোনও চাপ ছিল না।এরপরই শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কোনও প্রাপ্তবয়স্ক মহিলা যদি বলেন তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তাহলে সেই বিয়ে নিয়ে তদন্ত করতে পারে না এনআইএ।

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...