ভারতীয় দলের সঙ্গে কতদিনের চুক্তি দ্রাবিড়ের? জানালেন বোর্ড সচিব

এই নিয়ে শনিবার মুম্বইতে সাংবাদিকদের জয় শাহ বলেন," আমরা দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করেছি। কিন্তু সেটা কত দিনের জন্য করা হবে তা এখনও ঠিক হয়নি।

বিশ্বকাপ শেষ হওয়ার পরই চুক্তি বৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ভারতীয় দলের কোচ হিসাবে আরও দেখা যাবে তাঁকে। তবে এখন কথা হলো কতদিনের চুক্তি করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে সেটা জানানো হয়নি। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঠিক হবে চুক্তির মেয়াদ।

এই নিয়ে শনিবার মুম্বইতে সাংবাদিকদের জয় শাহ বলেন,” আমরা দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করেছি। কিন্তু সেটা কত দিনের জন্য করা হবে তা এখনও ঠিক হয়নি। বিশ্বকাপের পর এত আলোচনা করার সময় পাওয়া যায়নি। দ্রাবিড়দের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁরা সকলেই আগামী দিনে কাজ করার জন্য রাজি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পর ঠিক করা হবে কত দিনের জন্য কোচ রাখা হবে দ্রাবিড়দের।”

রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের। তারপর ৫০ ওভার এবং টেস্ট ক্রিকেটও রয়েছে। সেই সিরিজের পরই চুক্তি বাড়ানো হবে বলে জানান বোর্ড সচিব।

আরও পড়ুন:কতটা ফিট হার্দিক, কবে ফিরবেন মাঠে? জানালেন বোর্ড সচিব জয় শাহ

 

Previous articleধ.র্ম পালটে মু.সলিম, দ্বিতীয় বিয়ে করেছেন কেরলের ‘বি.তর্কিত’ মহিলা চিকিৎসক!
Next articleরাজ্যের বিশেষ উদ্যোগ! জনতাকে ছ.ত্রভঙ্গ করতে পুলিশের হাতে নয়া অ.স্ত্র দেওয়ার ভাবনা নবান্নর