Wednesday, December 3, 2025

উত্তরে উন্নয়নের নয়া দিগন্ত: পাট্টার সঙ্গেই নগদ, বন্ধ চা বাগানের শ্রমিকদের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরে উন্নয়নের নয়া দিগন্ত। রবিবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে চা বাগানের শ্রমিকের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বন্ধ চা বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা ভাতা দেবে রাজ্য সরকার। পাশাপাশি, বাগান শ্রমিকদের জমির পাট্টা ও বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের বার্তা দেন তিনি।

একনজরে ঘোষণা-

  • ৪ হাজার ৬৪২ চা শ্রমিককে পাট্টা দেওয়া হয়েছে
  • ১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টাদেওয়া হবে
  • পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে
  • যে আদিবাসী পরিবারের শংসাপত্র নেই তাদের শংসাপত্র দেওয়া হবে
  • বন্ধ চা-বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা ভাতা দেবে রাজ্য
  • বিদ্যুৎ, জল বিনামূল্যে দেওয়া হবে
  • ১২ ডিসেম্বরের মধ্যে খরিপ চাষের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে

চা-শ্রমিকদের বিষয়ে সংবেদনশীল রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে সব বাগান বন্ধ। সেগুলির দ্রুত ব্যবস্থা করার চেষ্টা হবে। বন্ধ বাগানের শ্রমিকদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার জন্য শ্রমদফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, জেলাশাসককে জানান, বন্ধ বাগানের শ্রমিকরা যাতে বিনামূল্য বিদ্যুৎ, জল ও স্বাস্থ্য পরিষেবা পান সেদিকে দেখার।

এদিন মঞ্চ থেকে ২৭ টি প্রকল্পের উদ্ধোধন ও ৭৭ টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ৩১ টি প্রকল্পের অধীনে ৩৯ জনকে পরিষেবা দান করেন। চা শ্রমিকদের পাট্টা বিলি করেন। মুখ্যমন্ত্রী জানান, উদ্বাস্তুদের পাশে রয়েছে রাজ্য সরকার। যে সব আদিবাসী পরিবারের শংসাপত্র নেই তাদের শংসাপত্র দেওয়া হবে। তবে, ভুয়ো শংসাপত্র বাতিল করা হবে বলেও জানান মমতা (Mamata Banerjee)। যাঁদের শষ্য বিমা করা আছে, সেই কৃষকদের অ্যাকাউন্টে ১২ ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকে যাবে।

আরও খবর:মঙ্গল কামনায় দু’হাজার কণ্ঠে গীতা পাঠ শুরু মাহেশের জগন্নাথ মন্দিরে

মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে ক্ষুদ্র এ মাঝারি শিল্পে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এদিন প্রায় ৯৩ কোটি ৩২ লক্ষ মূল্যের ৭০টা প্রকল্পের উদ্বোধন হয়েছে।

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...