১২ ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে, আলিপুরদুয়ারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হওয়ায় কাপালে হাত পড়েছে কৃষকদের। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে নিজেই কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, কৃষকবন্ধু, শস্য বিমা-সহ কৃষি বিমার অন্তর্গত সমস্ত টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। কৃষকদের আশ্বস্ত করে বলেন, ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আগামী ১২ ডিসেম্বর ১ কোটি ২০ লক্ষ কৃষক ‘কৃষক বন্ধু’র টাকা পাবেন। একইসঙ্গে আলিপুরদুয়ারের ৯০ হাজার কৃষকের খরিফ চাষের টাকাও ঢুকে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দু’বারে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা পাবেন তাঁরা।

অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চাষিদের কোনও চিন্তা না করার পরামর্শ দেন। তিনি জানান, কৃষিজমির সেজ আমরা তুলে দিয়েছি। সরকার নিজে খাজনা দেয়। যাঁদের শস্য বিমা করা রয়েছে সকলেই টাকা পাবেন। আর যাঁদের করা নেই তারা দুয়ারে সরকারে আবেদন করুন, সমস্ত পরিষেবা প্রদান করা হবে।

আরও পড়ুন- মানবাধিকার দিবসে দমদমে রূ.পান্তরকামীদের স্বাস্থ্য শিবির

Previous articleমানবাধিকার দিবসে দমদমে রূ.পান্তরকামীদের স্বাস্থ্য শিবির
Next articleআদিবাসীদের সবাই শংসাপত্র পাবেন, উদ্যোগী মুখ্যমন্ত্রী