মানবাধিকার দিবসে দমদমে রূ.পান্তরকামীদের স্বাস্থ্য শিবির

মানসিক স্বাস্থ্য ও পুষ্টিবিদ দ্বারাও তাদের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে।

মানবাধিকার দিবস উপলক্ষ্যে দমদম মতিঝিল কলেজের সামনে ১২০ জন রূপান্তরকামীদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও legrand csr initiative ও কলকাতা আনন্দম।

এদিন স্বাস্থ্য শিবিরে বিভিন্ন শারীরিক পরীক্ষা ও রুটিন ব্লাড টেস্ট (BMI দেখার পাশাপাশি) এবং তার সাথে HIV টেস্ট করা হয়। মানসিক স্বাস্থ্য ও পুষ্টিবিদ দ্বারাও তাদের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষে অনুরাগ মৈত্রী বলেন, শতকরা ৯৭% রূপান্তকামী মানুষ স্বাস্থ্য ব্যবস্থায় নানান প্রকার হেনস্থার শিকার হন একবিংশ শতাব্দীতেও তাদের সেক্স ও জেন্ডার নিয়ে নানান মতভেদ ও অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাই এই প্রচেষ্টা যাতে মানবাধিকার জাত পাত লিঙ্গ ধর্মের ভিত্তিতে বিবেচিত হয়। রূপান্তরিত মানুষজনেদের জন্য accessible healthcare system আগামীতে গড়ে তোলার জন্য আমরা দৃঢ প্রতিজ্ঞ থাকব।

Previous articleতৃণমূলের না.লিশে কেন্দ্রের ‘স্বীকারোক্তি’, ১০ কোটি জনধন অ্যাকাউন্ট হোল্ডারের হদিশ নেই!
Next article১২ ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে, আলিপুরদুয়ারে ঘোষণা মুখ্যমন্ত্রীর