Sunday, August 24, 2025

ভোট মিটে গেলে ভুলে যায়, বন্ধ চা-বাগান খোলার প্রতিশ্রুতি রাখেনি বিজেপি! তুলো.ধনা মমতার

Date:

ভোটের আগে যা প্রতিশ্রুতি দেয়, ভোট মিটে গেলে তা পালন করে না। সোমবার, জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তিনি ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। জানালেন মমতা।

এদিন, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু লোকসভা নির্বাচনের পরে আর কথা রাখেনি। কারও অ্যাকাউন্টে ঢোকেনি ১৫ লক্ষ টাকা। মমতা (Mamata Banerjee) বলেন, “আমরা বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, দিয়েছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ভোট সামনে এসেছে, সেই কারণে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল, সেটা কী আপনাদের দিয়েছিল? ভোটের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কিছু বন্ধ করিনি।“

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ রাজ্য থেকে টাকা তুলছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বে আমরা কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে দিইনি। বিজেপি যদি ক্ষমতায় থাকে, মানুষের থেকে সব কেড়ে নেবে। সেই কারণে এই মাসেই দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি।“

এবার ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “ধূপগুড়িতে আমাদের জেতানোর জন্য ধন্যবাদ। আমাদের দলের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।“

আরও পড়ুন: কাটল আ.তঙ্ক, মৈপীঠের লোকালয় থেকে জ.ঙ্গলে ফিরল বাঘ

এদিনর সভা থেকে ফের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। “বাংলা কখনও মাথা নীচু করতে জানে না। বাংলা কখনও পিছিয়ে আসে না। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের দিদি সবসময় আপনাদের পাশে রয়েছে।“

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version