CBSE দশম-দ্বাদশ পরীক্ষার সূচি প্রকাশ, শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে

শেষমেশ প্রতীক্ষার অবসান! মঙ্গলবার দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। দেড় মাসের বেশি সময় ধরে চলবে পরীক্ষা।

প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। দশম শ্রেণির পরীক্ষা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ। বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত। মোট ৫৫ দিন ধরে চলবে দু’টি শ্রেণির পরীক্ষা।

দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের পরীক্ষা হবে আগামী ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৬, ২৮ ফেব্রুয়ারি এবং মার্চের ২, ৪, ৫, ৭, ১১ এবং ১৩ তারিখ। দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলি হল যথাক্রমে ফেব্রুয়ারির ১৫, ১৬, ১৭, ১৯,২০, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ২৯, মার্চের ১, ৪, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৬, ২৭, ২৮, ৩০ এবং এপ্রিলের ১ এবং ২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন- ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

 

 

Previous articleনির্বাচন কমিশনার নিয়োগ বিল পাশ রাজ্যসভায়! ‘বিপজ্জনক’ বললেন জওহর
Next articleCBI-র কাছে টাকা ফেরতের দাবি ‘অভিমানী’ নন্দিনীর, অর্থকষ্টে তাপস পালের পরিবার!