Monday, May 5, 2025

সংসদ ভবনে তা.ণ্ডব চলাকালীন কী করছিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল ছবি

Date:

প্রথম থেকেই তিনি রাফ অ্যান্ড টাফ। যেকোনও পরিস্থিতিতেই নাকি তিনি মাথা ঠাণ্ডা রেখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। এমনটাই দাবি কংগ্রেসের। তবে শুক্রবার ফের নয়া ভূমিকায় দেখা দিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার সংসদে স্মোক বম্ব (Smoke Bomb) নিয়ে হামলার সময় যখন বাকি সাংসদরা প্রাণভয়ে ছোটাছুটি করতে ব্যস্ত, সেই সময়ই নয়া সংসদ ভবনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সেই ছবি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বুধবারই রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, লোকসভা যখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল। তাঁর চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই। সুপ্রিয়া সোনিয়া তনয়ের ছবি পোস্ট করে লেখেন, “ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়”। ছবির ক্যাপশনেও লেখা, “যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা”। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল রাহুল গান্ধীর সেই ছবি। উল্লেখ্য, সম্প্রতি চার রাজ্যের নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দল ও দলের বাইরে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাহুলকে। তবে বুধবার তিনি নিজেকে অকুতোভয় বলে প্রমাণ করে কী বার্তা দিতে চাইলেন? তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, বুধবার সংসদে লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক দর্শকাসন থেকে ঝাঁপ দেয় এবং এক যুবক হলুদ স্মোক বম্ব নিয়ে স্লোগান দিতে দিতে স্পিকারের দিকে ছুটে যান। তবে কোনও বিপদ ঘটার আগেই তাদের ধরে ফেলেন সাংসদরা। অভিযুক্ত দুই যুবকের নাম সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিলেন বলে খবর।

 

 

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version