বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইকেও আমন্ত্রণ করা হয়েছে। অনেকের মতোই আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে জায়গা হচ্ছে না শুভেন্দু-সুকান্তর। তাঁদের দর্শকাসনেই বসতে হবে। বিষয়টি আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু-সুকান্তকে।

অন্যদিকে, এই অনুষ্ঠানের জন্য আগামিকাল শনিবার ব্রিগেডে বাস্তু পুজোর আয়োজন করেছেন সাধু-সন্তরা। সকাল ১০টায় বাবুঘাট থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করা হবে। এরপর বাবুঘাট থেকে ব্রিগেডে শোভাযাত্রা করে আসবেন সাধুরা। সাড়ে এগারোটায় ব্রিগেডের মূল অনুষ্ঠানস্থলে হবে এই বাস্তু পুজো। আয়োজকদের দাবি, কুরুক্ষেত্রের পবিত্র মাটি এবং পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা এই বাস্তু পুজোর অনুষ্ঠানে প্রতিষ্ঠা করা হবে।
