Thursday, August 21, 2025

ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে নি.খোঁজ গৃহবধূ! মায়ের অপেক্ষায় ৭ বছরের পড়ুয়া

Date:

ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই নিখোঁজ (Missing) গৃহবধূ (Housewife)। হুগলির (Hoogly) বলাগড় ব্লকের জিরাট কালিয়াগড়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার গৃহবধূ তাঁর ৭ বছরের ছেলেকে স্কুলে দিতে যায়। পরে ছেলেকে স্কুলে ছাড়ার সময় তিনি জানান, ছুটি হলে নিতে আসবেন। কিন্তু স্কুল ছুটি হওয়ার পরও ছেলেটিকে নিতে আসে না তার মা। এরপরই স্কুল কর্তৃপক্ষ ৭ বছরের পড়ুয়ার বাড়িতে বিষয়টি জানালে পরিবারের কেউ একজন ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়। তারপরেই শুরু হয় গৃহবধূকে খোঁজাখুঁজি। কিন্তু সারারাত ধরে খোঁজাখুঁজি হলেও পাওয়া যায়নি মৌসুমী অধিকারী নামের ২৭ বছরের ওই গৃহবধূকে।

পুলিশ সূত্রে খবর, ৮ বছর আগে মৌসুমীর বিয়ে হয় জিরাট নিবাসী রাজা অধিকারীর সঙ্গে। রাজা কর্মসূত্রে থাকেন আমেদাবাদে। দু মাস তিন মাস পর পর বাড়ি আসেন। গৃহবধূর নিখোঁজ হওয়ার পরেই বাড়ির লোক খবর দেয় স্বামীকে। তৎক্ষণাৎ আমেদাবাদ থেকে বাড়িতে ছুটে আসে স্বামী। বিভিন্ন জায়গায় ফোন করে খোঁজ নিলেও পাওয়া যায়নি গৃহবধূকে। এদিকে ৭ বছরের ছেলে মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। বৃহস্পতিবার থেকে গৃহবধূকে খুঁজে না পেয়ে বলাগড় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৌসুমীর বোন জানান, তাঁর দিদির সঙ্গে কারও ঝামেলা ছিল না। স্বামী ছেলেকে নিয়ে সুখেই সংসার করছিল। আচমকা সে কেন নিখোঁজ হল তা আমরা বুঝতে পারছি না। বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বারবার সুইচ অফ আসছে। আমরা ভেবেছিলাম কোথাও গিয়েছে, বাড়ি চলে আসবে। সাত বছরের ছেলে মাকে ছাড়া কিভাবে থাকবে সেটাই আমরা ভাবতে পারছি না।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version