Tuesday, May 6, 2025

পর্যটন শিল্পে জোয়ার আনতে স্বল্প পরিচিত স্থানগুলির প্রচারে সরকার

Date:

Share post:

দেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে সরকার কী ভাবছে? সংসদে পর্যটন সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে জানানো হল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফ্যাসিলিটেটর’ (আইআইটিএফ) চালু করেছে ভারত সরকার। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে একটি নতুন ডিজিটাল ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট গাইড প্রোগ্রাম শুরু করা হয়েছে। যার উদ্দেশ্য, একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে ভাল প্রশিক্ষিত এবং পেশাদার পর্যটক ফ্যাসিলিটেটর/গাইডদের একটি পুল তৈরি করা। প্রার্থীরা এই অনলাইন কোর্সগুলি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় এবং তাদের নিজস্ব গতিতে ব্যবহার করতে পারে। পর্যটন মন্ত্রক বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যেমন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গন্তব্য ব্র্যান্ডিং এবং পর্যটন প্রচারের জন্য ব্লগার এবং বিষয়বস্তু নির্মাতাদের যুক্ত করা।

সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষণ রেড্ডি। সাংসদ প্রশ্ন করেছিলেন, দেশে পর্যটনের অগ্রগতিতে প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য, যেমন ডিজিটাল মার্কেটিং, অনলাইন বুকিং সিস্টেম এবং ভার্চুয়াল ট্যুর জাতীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয় কর্তৃক কি কৌশল গ্রহণ করা হয়েছে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, পর্যটন বৈচিত্র্য এবং জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলির উপর চাপ কমাতে স্বল্প পরিচিত স্থানগুলির প্রচারের লক্ষ্যে কি উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বলেন, ২০২০ সালে মন্ত্রণালয় ‘দেখো আপনা দেশ’ উদ্যোগ চালু করেছে ভারতে অভ্যন্তরীণ পর্যটন প্রচারের জন্য। এর উদ্দেশ্য ছিল নাগরিকদের মধ্যে দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি করা, সেইসাথে দেশের কম পরিচিত গন্তব্য প্রচার করা। এই উদ্যোগের আওতায় ওয়েবিনার-এর মাধ্যমে দেশের পর্যটন স্থানসহ কম পরিচিত গন্তব্যের ব্যাপকভাবে প্রচার করা হয়।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...