Thursday, December 25, 2025

চলবে রক্ষণাবেক্ষণের কাজ! ২ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

Date:

Share post:

ফের আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল। আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার মধ্যরাতে বিদ্যাসাগর সেতু দিয়ে দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেতু সারাইয়ের কাজ চলার কারণেই যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামী ২১ ডিসেম্বর রাত ১টা থেকে রাত তিনটে পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিতে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্যদিকে, এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়ি গুলি নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে গাড়িগুলির অভিমুখ হেস্টিং ক্রসিংয়ের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

এছাড়া খিদিরপুরের দিক থেকে আসা সমস্ত ধরণের গাড়িগুলোকে পূর্বদিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ থেকে বাঁদিকে মোড় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দু’ঘণ্টার জন্যেই এই যান নিয়ন্ত্রণ করা হবে। আজ মধ্যরাত ১টা থেকে ৩টে পর্যন্ত এই কাজ চলবে। ওই সময় সেতুর উপর দিয়ে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে খবর। কয়েকদিন ধরে বিদ্যাসাগর সেতুর কেবল পরিবর্তন এবং মেরামতের কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য ইতিমধ্যেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তবে বিদ্যাসাগর সেতুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই কেবল। সেতুতে মোট ৩২টি কেবল রয়েছে। এগুলি বিদ্যাসাগর সেতুর ভারসাম্য রক্ষার পাশাপাশি দুপাশের স্তম্ভের সঙ্গে সেতুকে জুড়ে রেখেছে। চলতি মাসের শুরুর দিকেই কেবল বদল এবং মেরামতের কাজ শুরু হয়েছে। হাওড়ামুখী লেনের কেবল বদলের কাজ শুরু হয়েছে। এটি টানা ৮ মাস ধরে চলবে। সেকারণে আপাতত ৮ মাস ওই সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...