Saturday, November 15, 2025

মেট্রোয় একটি টোকেন বা একই স্মার্ট কার্ডে দক্ষিণেশ্বর থেকে রুবি যাওয়া যাবে!

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে পারে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়)পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা৷ এই প্রথমবার একই টিকিট কেটে বর্তমান উত্তর দক্ষিণ মেট্রো (ব্লু লাইন)এবং অরেঞ্জ লাইনে যাতায়াত করতে পারবেন মেট্রো যাত্রীরা৷

ওই রুটে মেট্রোর ভাড়া কত হবে, মঙ্গলবার তা প্রকাশ করল কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা। আর পাঁচ টাকা সর্বনিম্ন।মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক) পর্যন্ত ভাড়া পাঁচ টাকা। কবি সুভাষ থেকে জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) পর্যন্ত ভাড়া ১০ টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত (অভিষিক্তা মোড়) পর্যন্ত ভাড়া ১৫ টাকা, হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া ২০ টাকা। সত্যজিৎ রায় এবং জ্যোতিরিন্দ্র নন্দী থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া ১০ টাকা। কবি সুকান্ত থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া পাঁচ টাকা।

কোনও যাত্রী চাইলেই দক্ষিণেশ্বর অথবা শ্যামাবাজারের মতো যে কোনও স্টেশন থেকে একটিই টিকিট কেটে সরাসরি রুবি পৌঁছে যেতে পারবেন৷ আবার উল্টো পথে একটিই টিকিটে সোজা উত্তর দক্ষিণ শাখার কোনও স্টেশনে চলে আসতে পারবেন অরেঞ্জ লাইনের যাত্রীরা৷

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। তার মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার। রয়েছে ৫টি স্টেশন।

তালিকা অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার সুতানুটির মধ্যে যে কোনও স্টেশন থেকে রুবি পর্যন্ত গেলে অথবা উল্টো পথে ভাড়া পড়বে ৪৫ টাকা৷গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবরের মধ্যে কোনও স্টেশন থেকে রবীন্দ্র সরবোরের মধ্যে যে কোনও স্টেশন থেকে রুবি পর্যন্ত ভাড়া ঠিক হয়েছে ৪০ টাকা৷
মহানায়ক উত্তম কুমার থেকে মাস্টারদা সূর্য সেনের মধ্যে যে কোনও স্টেশন থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ভাড়া ৩৫ টাকা৷গীতাঞ্জলি অথবা কবি নজরুল থেকে রুবি মোড় পর্যন্ত ভাড়া পড়বে ৩০ টাকা৷ আর শহিদ ক্ষুদিরাম থেকে রুবি মোড়ের ভাড়া ২৫ টাকা৷

এরই পাশাপাশি,‌ নতুন রুটে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা৷ সর্বোচ্চ ভাড়া পড়বে ২০ টাকা৷

 

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...