বড়দিনে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর সেকারণেই বাধা পাবে উত্তুরে হাওয়া, কমবে ঠান্ডা। বড়দিনের (Christmas) আগেই তাপমাত্রা (Temperature) বেড়ে যাওয়ার ইঙ্গিত হাওয়া অফিসের।

আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Office) পূর্বাভাস, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। পাশাপাশি জেলাতেও ঠান্ডা (Winter) কমবে। বড়দিনে ১৩-১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা।

উল্লেখ্য, নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবে শীতে আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসে ঠান্ডার আমেজ না পেলেও ডিসেম্বরের শুরু থেকেই ঠান্ডার মজা পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleফের শহরে অ.গ্নিকাণ্ড! পু.ড়ে ছাই দোকানঘর, ঝ.লসে মৃ.ত্যু বৃদ্ধার