Sunday, August 24, 2025

গোটা ম‍্যাচে ৭টি লালকার্ড, মুম্বইয়ের কাছে হারের পর কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এই ম‍্যাচ শিরোনামে উঠে আসে একাধিক কার্ডের কারণে। গোটা ম‍্যাচ জুড়ে মোট ৭ লালকার্ড দেখিয়েছেন রেফারি রাহুল গুপ্ত। যা নিয়ে আলোচনা তুঙ্গে। ম্যাচে মুম্বই সিটি এফসি-র চারজন ও মোহনবাগানের তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। ম‍্যাচে একাধিক লালকার্ড যা নিয়ে ক্ষুব্ধ বাগান কোচ।

এই নিয়ে ম‍্যাচ শেষে জুয়ান বলেন,” এই নিয়ে কিছু বলতে চাই না, সবাই দেখেছেন কী হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা ন’জনে খেলে লড়াই করেছি। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলাম। আমার কাছে এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার।”

শনিবার পরবর্তী খেলা বাগানের। সামনে এফসি গোয়া। এই কার্ড সমস্যায় গোয়া ম‍্যাচে তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাবেন না জুয়ান ফেরান্দো। রক্ষণের দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তে এবং লিস্টন কোলাসোকে পাবে বাগান ব্রিগেড। যদিও এই নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন,”সমাধানও বার করতে হবে। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে খেলতে নামব। এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে।”

 

চলতি লিগে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। দলের পারফরম্যান্স নিয়ে বাগান কোচ বলেন,” আমরা অনেক সুযোগ তৈরি করেছি। গোল পাওয়ার পরে আমাদের দুজন খেলোয়াড় হলুদ কার্ড দেখায় আমাদের পরিস্থিতি কঠিন হয়ে যায়। আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। কারণ, মনবীর, দিমি, হুগো চোট সারিয়ে মাঠে ফিরেছিল আজ। এমনিতেই আমাদের কাছে ম্যাচটা কঠিন ছিল। তার ওপর ট্রানজিশনের একটা ভুলেই আমরা প্রথম গোলটা খেয়ে যাই। দ্বিতীয়ার্ধে আরও একটা। ন’জন খেলোয়াড় নিয়ে খেললে তো পরিস্থিতি কঠিন হবেই।”

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...