Monday, May 5, 2025

সংসদে হা.মলাকাণ্ডে আ.টক কর্নাটকের প্রাক্তন পুলিশকর্তার ছেলে! দিল্লিতে নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

নতুন সংসদ ভবনে (Parliament) হামলায় এবার পুলিশকর্তার (Police Officer) ছেলেকে আটক করল পুলিশ। বুধবার কর্নাটকের (Karnataka) বাগালকোট থেকে এক ইঞ্জিনিয়ারকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, ওই যুবক কর্নাটক পুলিশের এক অবসরপ্রাপ্ত শীর্ষকর্তার ছেলে। পুলিশের দাবি গত সপ্তাহে সংসদে হামলার পিছনে তার হাত রয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পুলিশকর্তার ছেলেকে দিল্লিতে আনা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি। সংসদ হামলায় প্রধান অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বন্ধু ওই যুবক। তবে শুধু সাইকৃষ্ণ নয়, উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তিকেও আটক করে দিল্লিতে এনে চলছে জিজ্ঞাসাবাদ। অতুল কুলশ্রেষ্ঠ নামের ওই যুবককে উত্তরপ্রদেশের জালায়ুন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক মূল অভিযুক্তদের সঙ্গে নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে তাঁর কোনও অতীত অপরাধের রেকর্ড নেই। এমনকী কোনও রাজনৈতিক যোগও নেই। তবে তিনি শহিদ ভগৎ সিংয়ের চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত।

দিল্লি পুলিশ জানিয়েছে, মনোরঞ্জন ও সাইকৃষ্ণ দুজনে একসঙ্গে বেঙ্গালুরু কলেজে পড়ত। মনোরঞ্জন ডি-র ডায়রি থেকেই সাইকৃষ্ণের নাম উঠে আসে। এরপরই বুধবার রাতে দিল্লি পুলিশ কর্নাটক থেকে সাইকৃষ্ণকে আটক করে। সাইকৃষ্ণের বাবা কর্নাটক পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট। সূত্রের খবর, সাইকৃষ্ণ কর্মসূত্রে অন্য জায়গায় থাকলেও বর্তমানে বগলকোটের বাড়ি থেকে কাজ করছিলেন। বুধবার রাতে বাড়ি থেকেই সাইকৃষ্ণকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি, সাইকৃষ্ণ কোনও ভুল কাজ করেনি। অভিযুক্ত মনোরঞ্জন ওর রুমমেট ছিল। এখন ও বাড়ি থেকে কাজ করে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামক দুই যুবক। লোকসভার ওয়েলে ঝাঁপ দেওয়ার পরই হলুদ স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটে যায়। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

spot_img

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...