Thursday, November 27, 2025

সংসদে হা.মলাকাণ্ডে আ.টক কর্নাটকের প্রাক্তন পুলিশকর্তার ছেলে! দিল্লিতে নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

নতুন সংসদ ভবনে (Parliament) হামলায় এবার পুলিশকর্তার (Police Officer) ছেলেকে আটক করল পুলিশ। বুধবার কর্নাটকের (Karnataka) বাগালকোট থেকে এক ইঞ্জিনিয়ারকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, ওই যুবক কর্নাটক পুলিশের এক অবসরপ্রাপ্ত শীর্ষকর্তার ছেলে। পুলিশের দাবি গত সপ্তাহে সংসদে হামলার পিছনে তার হাত রয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পুলিশকর্তার ছেলেকে দিল্লিতে আনা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি। সংসদ হামলায় প্রধান অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বন্ধু ওই যুবক। তবে শুধু সাইকৃষ্ণ নয়, উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তিকেও আটক করে দিল্লিতে এনে চলছে জিজ্ঞাসাবাদ। অতুল কুলশ্রেষ্ঠ নামের ওই যুবককে উত্তরপ্রদেশের জালায়ুন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক মূল অভিযুক্তদের সঙ্গে নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে তাঁর কোনও অতীত অপরাধের রেকর্ড নেই। এমনকী কোনও রাজনৈতিক যোগও নেই। তবে তিনি শহিদ ভগৎ সিংয়ের চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত।

দিল্লি পুলিশ জানিয়েছে, মনোরঞ্জন ও সাইকৃষ্ণ দুজনে একসঙ্গে বেঙ্গালুরু কলেজে পড়ত। মনোরঞ্জন ডি-র ডায়রি থেকেই সাইকৃষ্ণের নাম উঠে আসে। এরপরই বুধবার রাতে দিল্লি পুলিশ কর্নাটক থেকে সাইকৃষ্ণকে আটক করে। সাইকৃষ্ণের বাবা কর্নাটক পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট। সূত্রের খবর, সাইকৃষ্ণ কর্মসূত্রে অন্য জায়গায় থাকলেও বর্তমানে বগলকোটের বাড়ি থেকে কাজ করছিলেন। বুধবার রাতে বাড়ি থেকেই সাইকৃষ্ণকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি, সাইকৃষ্ণ কোনও ভুল কাজ করেনি। অভিযুক্ত মনোরঞ্জন ওর রুমমেট ছিল। এখন ও বাড়ি থেকে কাজ করে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামক দুই যুবক। লোকসভার ওয়েলে ঝাঁপ দেওয়ার পরই হলুদ স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটে যায়। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

spot_img

Related articles

ক্যান্সারে আক্রান্ত শ্রাবণী, সাহায্যের আবেদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্রাবণী বণিক (Shraboni Banik)। অভিনেত্রী হলেও, এই চিকিৎসার জন্য আর্থিক...

SIR-ই দায়ী: উত্তরপ্রদেশে দুদিনে ২ BLO আত্মঘাতী, ১জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

চলতি এসআইআর প্রক্রিয়াকে দায়ী করে যোগীরাজ্যে এবার বিএলও-দের মৃত্যু মিছিল। কখনও ইনিউমারেশন প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে...

রহস্যজনক! কে বানালো ভোটার তালিকা তৈরির অ্যাপ, কমিশনকে প্রশ্ন তৃণমূলের

একদিকে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের মারফৎ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও নতুন করে ভোটার তালিকা তৈরির জন্য...

প্রতিশ্রুতি পালন করেননি আনন্দ বোস! রাজভবনে অভিযোগপত্র হাতে চোপড়ার সন্তানহারা পরিবার

উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত শিশুদের পরিবার এলো রাজভবনে। সেখানে রাজ্যপাল সি ভি...