Monday, May 5, 2025

সুন্দরীমোহন দাস(১৮৫৭-১৯৫০) এদিন জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চিকিৎসক। বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় ছিলেন। সেসময় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও চিত্তরঞ্জন হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রথম থেকে তিনি এই প্রতিষ্ঠানের সেবক, সংগঠক ও অধ্যক্ষ ছিলেন। ‘বৃদ্ধাধাত্রীর রোজনামচা’ তাঁর একটি স্মরণীয় রচনা। প্রথম জীবনে ব্রাহ্মধর্মে অনুপ্রাণিত হলেও শেষ জীবনে বৈষ্ণবধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। তিনি ২০০ কীর্তন লিখেছিলেন।

১৮৫৩ সালে আজ সারদা দেবী বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি। শ্রীরামকৃষ্ণের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী মা সারদা আসলে এক ব্যাপ্ত মাতৃমূর্তি। তিনি সকলের মা। তাঁর কথাতেই আছে, তিনি সতেরও মা, অসতেরও মা।

 

জর্জ এলিয়ট(১৮১৯-১৮৮০) এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসল নাম মেরি অ্যান ইভান্স। ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক এবং ভিক্টোরীয় যুগের নেতৃস্থানীয় লেখক। মহিলা হয়েও তিনি পুরুষ ছদ্মনাম ব্যবহার করতেন, যাতে তাঁর কাজ মানুষ গুরুত্বসহকারে গ্রহণ করে।

১৮৮৭ শ্রীনিবাস রামানুজন এদিন জন্মগ্রহণ করেন। ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ। বিশুদ্ধ গণিতের কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র ৩২ বছরের জীবনে প্রায় ৪০০০ বিস্ময়কর সূত্র ও উপপাদ্য আবিষ্কার করেছেন, যেগুলো বর্তমান সুপার কম্পিউটারের যুগেও গুরুত্ব হারায়নি।

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এদিন সমকামীদের সেনাবাহিনীতে যোগদান সংক্রান্ত সরকারি নীতি ‘ডোন্ট আস্ক ডোন্ট টেল’ নীতি সরকারিভাবে প্রত্যাহার করার সিদ্ধান্তে সিলমোহর দেন।

১৯৮৯ নিকোলাই চাওসেস্কু এদিন রোমানিয়াতে ক্ষমতাচ্যুত হন। ১৯৬৫ থেকে তিনি সেদেশের সর্বোচ্চ শাসক ছিলেন। ১৭ ডিসেম্বর তিমিসোয়ারা শহরে সরকার বিরোধী বিক্ষোভে গুলিচালনার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চূড়ান্ত আকার নেয়। তারই জেরে তিনি ক্ষমতা হারান। এদিনই হেলিকপ্টারে চেপে সস্ত্রীক দেশ ছাড়ার চেষ্টা করেন, কিন্তু বিদ্রোহীরা তাঁদের ধরে ফেলে।

১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল।

১৭৯৭ রাজা নবকৃষ্ণ দেব (১৭৩৩-১৭৯৭) এদিন প্রয়াত হন। বাংলার বুকে ইংরেজদের প্রতিপত্তি বিস্তারের অন্যতম সহায়ক। ১৭৫৭ সালে কলকাতায় নতুন তৈরি শোভাবাজার রাজবাড়িতে তিনি রবার্ট ক্লাইভের উপস্থিতিতে প্রথম দুর্গাপূজা শুরু করেন যা কলকাতা শহরের সবথেকে পুরনো দুর্গাপূজা। ১৭৬৬-তে ক্লাইভের চেষ্টায় ‘মহারাজ বাহাদুর’ উপাধি ও ৬ হাজারি মনসবদারের পদ পান। রাজা কৃষ্ণচন্দ্রের মতো তাঁরও পণ্ডিতসভা ছিল। মায়ের শ্রাদ্ধে ১০ লক্ষ টাকা ব্যয় করেন। সেই শ্রাদ্ধ সভায় উপস্থিত অভ্যাগত ও দীনদরিদ্রদের জন্য পণ্যবীথিকা নির্মাণ করেন। সেই সূত্রে পূর্বতন রাসপল্লির নতুন নাম হয় সভাবাজার, লোকমুখে সেটাই হয়ে দাঁড়ায় শোভাবাজার। কলকাতায় মাদ্রাসা কলেজ ও সেন্ট জর্জ চার্চ নবকৃষ্ণের দান করা জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version