কুয়াশায় মোড়া রাজধানী, সময় বদল একাধিক আন্তর্জাতিক বিমানের

আগামী ২৮ তারিখ পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। অর্থাৎ আরও কিছুদিন যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকার আশঙ্কা।

শেষ কয়েকদিন ধরে প্রবল শীতে কাঁপছে রাজধানী দিল্লি। তাপমাত্রা ওঠামানা করছে ৬ থেকে ৯ ডিগ্রির মধ্যে। শীতের দোসর এবার ঘন কুয়াশা। আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে আগামী সাতদিন ঘন কুয়াশা থাকার। কুয়াশার জেরে ঘরোয়া (domestic flight) ও আন্তর্জাতিক মিলিয়ে ১৬টি ফ্লাইটের (international flight) সময় বদল হল শনিবার।

কুয়াশার জেরে দিল্লির দৃশ্যমানতা ‘গুরুতর’ (severe) বলে জানিয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)। যে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে ‘ভাল’ বলা হয়, সেখানে দিল্লির বাতাসের গুণগত মান ৪৪৭ বলে জানানো হয়েছে। এই কারণে ১১টি আন্তর্জাতিক বিমানের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। একই অবস্থা ৫টি ঘরোয়া বিমানেরও।

শনিবার বিমানবন্দর এলাকায় পালামে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বিমানের সময়ের পরিবর্তনের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও। বেশ কিছু ট্রেন চলছে দেরিতে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৮ তারিখ পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। অর্থাৎ আরও কিছুদিন যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকার আশঙ্কা।

Previous articleমোদিরাজ্যে ফিরছে ম.দ! সরকারি বিজ্ঞপ্তি ঘিরে জোর চর্চা
Next articleআজ আইএসএল-এর ম‍্যাচে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ই লক্ষ‍্য জুয়ানের