Saturday, November 15, 2025

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার কাছে ১-৪ গোলে হারলো মোহনবাগান সুপার জায়েন্ট। ম‍্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে জুয়ান ফেরান্দোর দল। আর চতুর্থ গোলটি হয় ম‍্যাচের শেষ লগ্নে। মোহনবাগানের প্রথম একাদশের বেশ কিছু ফুটবলার ছাড়া দল গড়েন বাগান কোচ। কিন্তু জুয়ানের প্রথম একাদশ এবং পরিকল্পনা নিয়ে উঠছে বেশ কিছু প্রশ্ন।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম‍্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় এফসি গোয়া। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করলেন মনবীর। আর সেখান থেকেই পেনাল্টি পায় গোয়া। ম‍্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে গোয়াকে ১-০ এগিয়ে দেন নোহা। এরপর পাল্টা আক্রমণ চালায় মোহনবাগান। তবে এরই মধ‍্যে ফের গোল পেয়ে যায় গোয়া। ম‍্যাচের ৪২ মিনিটের মাথায় ডিফেন্সের ভুল। আর তার খেসারত দিতে হল মোহনবাগানকে। গোয়াকে গোল করে ২-০ এগিয়ে দেন ভিক্টোর। এরপর ম‍্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করেন নোহা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধে ম‍্যাচে ৩-১ পিছিয়ে থাকে মোহননবাগান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন জুয়ান। দীপক টাঙরির পরিবর্তে দলে আসেন কিয়ান নাসিরি। অন্যদিকে সুমিত রাঠির পরিবর্তে হামতে। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি জুয়ানের দল। তবে এরই মধ‍্যে গোল পেয়ে যায় গোয়া। গোয়াকে ৪-১ গোলে এগিয়ে দেন কার্লোস মার্টিনেজ।

আরও পড়ুন:খারাপ রেফারি নিয়ে সরব ইস্টবেঙ্গল, ফেডারেশনকে চিঠি লাল-হলুদের

 

 

 

 

Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version