Thursday, August 21, 2025

ঝিলপাড়ের বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন!

Date:

Share post:

শনিবারের সকাল থেকেই রণক্ষেত্র নিউটাউন (Newtown)। ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ হিডকোর (HIDCO) কর্তাদের। সেই বেআইনি দোকান উচ্ছেদ করতে গিয়ে আক্রান্ত খোদ হিডকোর কর্মীরা। পাল্টা তাঁদের বিরুদ্ধে মারধর ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। রণক্ষেত্র এলাকা।

হিডকো (HIDCO) জানাচ্ছে ব্যবসায়ীদের বারবার উঠে যাওয়ায় নোটিশ দেওয়া হলেও তাঁরা সেকথায় কর্ণপাত করেননি। এরপরই আজ উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ব্যবসায়ীদের একাংশ পাল্টা ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। উচ্ছেদ কর্মীরা দোকানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। HIDCO এর সিইও প্রশান্ত বারুই জানিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য এই জায়গাটা খালি করার নির্দেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একজন ব্যবসায়ীও যাতে ক্ষতিগ্রস্থ না হয় তা মাথায় রেখে এই অভিযান চালানো হয়। পুনর্বাসনের ভাবনা চিন্তাও করা হয়েছে। কিন্তু এলাকার কিছু মানুষ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করার জন্য HIDCO কর্মীদের ওপরে চড়াও হন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।এই মুহূর্তে এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়ন করা হয়েছে। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী কাল ফের উচ্ছেদ করা হবে। এবং আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে যাতে অস্থায়ী ব্যবসায়ীরা নিজেদের স্থানান্তরিত করে নিতে পারেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...