Sunday, January 11, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

শুক্রবার চাকরিপ্রার্থীদের (Job Aspirants) কালীঘাট অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আচমকাই পুলিশের নজর এড়িয়ে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়ির প্রায় ২০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। শুক্রবার রাতে লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে কাটিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। শনিবারই তাঁদের আলিপুর সিজেএম আদালতে পেশ করা হবে। ৬০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মধ্যে ৪ জন পুরুষ ও বাকি ৫৬ জন মহিলা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ১৮৬, ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার অভিযোগ, স্বেচ্ছায় কোনও সরকারি কর্মচারীকে তাঁর সরকারি কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ, বেআইনি সমাবেশ ও সমাবেশের সদস্য থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, কালীঘাট থানা থেকে ইতিমধ্যেই ধৃতরা যে এলাকার বাসিন্দা, সেই এলাকার সংশ্লিষ্ট থানাগুলিকে গ্রেফতারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রেফতারির কথা জানিয়ে দেওয়ার জন্য।

তবে এদিন বিক্ষোভস্থলে পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই চাকরিপ্রার্থীরা গাজোয়ারি করলে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিপ্রার্থীরা।

 

 

 

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...