Sunday, February 1, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

শুক্রবার চাকরিপ্রার্থীদের (Job Aspirants) কালীঘাট অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আচমকাই পুলিশের নজর এড়িয়ে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়ির প্রায় ২০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। শুক্রবার রাতে লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে কাটিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। শনিবারই তাঁদের আলিপুর সিজেএম আদালতে পেশ করা হবে। ৬০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মধ্যে ৪ জন পুরুষ ও বাকি ৫৬ জন মহিলা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ১৮৬, ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার অভিযোগ, স্বেচ্ছায় কোনও সরকারি কর্মচারীকে তাঁর সরকারি কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ, বেআইনি সমাবেশ ও সমাবেশের সদস্য থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, কালীঘাট থানা থেকে ইতিমধ্যেই ধৃতরা যে এলাকার বাসিন্দা, সেই এলাকার সংশ্লিষ্ট থানাগুলিকে গ্রেফতারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রেফতারির কথা জানিয়ে দেওয়ার জন্য।

তবে এদিন বিক্ষোভস্থলে পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই চাকরিপ্রার্থীরা গাজোয়ারি করলে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিপ্রার্থীরা।

 

 

 

spot_img

Related articles

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...