Saturday, May 3, 2025

স্বামীজিকে নিয়ে বি.তর্কিত মন্তব্য বিজেপির, ফুটবল খেলে প্র.তিবাদ জানাবে যুব তৃণমূল

Date:

ফের খেলা হবে! এবার বাংলা তথা গোটা দেশের ইয়ুথ আইকন বীর সন্ন্যাসী।স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে রাজ্য জুড়ে জোরদার আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের তরফে আগামমিকাল, মঙ্গলবার রাজ্য জুড়ে ফুটবল খেলে প্রতিবাদ করা হবে। যুব তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমিত শাহ এবং সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন এই করা হবে। পাশাপাশি, ফুটবল খেলে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি পালন করবে যুব তৃণমূল কংগ্রেসের। স্বামী বিবেকানন্দ নিয়ে সুকান্ত মজুমদারের বিরূপ মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে তৃণমূল। প্রসঙ্গত, মঙ্গলবার দলীয় কর্মসূচিতে রাজ্য সফরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার মাঝেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। তৃণমূলের তরফে।

প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আচমকা বলে ওঠেন, গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো যাঁরা বলছেন তারা ‘বামপন্থী প্রোডাক্ট।’ স্বামীজির গীতা পাঠ সংক্রান্ত বাণী নিয়ে এই মন্তব্য করায় তুমুল বিতর্ক তৈরি হয়। শরীর চর্চা নিয়ে স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম’।

তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ কলকাতার প্রতিবাদ সভায় নেতৃত্ব দেবেন। মঙ্গবার বেলা ৩টে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। যা হাতিবাগান হয়ে উত্তর কলকাতায় স্বামীজীর বাড়ি অতিক্রম করবে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন সায়নী সহ যুব নেতৃত্ব। উত্তর কলকাতা যুব তৃণমূল সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু জানিয়েছেন, ফুটবল হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটবে ছাত্রযুবরা। স্বামীজীর ছবিও রাখা হবে। মিছিলে যুব সংগঠনের পাশাপাশি স্থানীয় তৃণমূলকে নেতৃত্ব ও বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধিদের মিছিলে আসার আহবান জানানো হয়েছে।

স্বামীজীর বাণী নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুকান্ত মজুমদারকে তুলোধনা করা হয় তৃণমূলের তরফে। কিন্তু এখানেই প্রতিবাদ শেষ করতে চায় না রাজ্যের শাসক দল। স্বামীজিকে পরোক্ষে অপমানের জন্য এবার তৃণমূলের যুব সংগঠন বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামছে।

আরও পড়ুন- ভু.য়ো জাতিগত সংশাপত্র ধরতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করবে রাজ্য

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version