বড়দিন থেকে বর্ষবরণ, মায়াবী আলোর সাজে রাত জাগে তিলোত্তমা। জমজমাট থাকে পার্কস্ট্রিট চত্বর। রাত যত বাড়বে, ভিড়ও তত বাড়ে টসল মিলিয়ে। প্রতিবছরের মতো এবছর উপচে পড়েছে ভিড়। স্রেফ কলকাতা বা জেলা নয়, বড়দিনে ভিনরাজ্যে থেকে অনেকে চলে আসেন পার্কস্ট্রিট।

এত মানুষের ভিড়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকে পুলিশ প্রশাসন। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখা হয় না লালবাজারের তরফে।
সোমবার বড়দিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার-সহ লালবাজারের পদস্থ আধিকারিকরা।

সোমবার সন্ধ্যা থেকে পার্কস্ট্রিটে বন্ধ যান চলাচল। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। ওয়াচ টাওয়া যেমন রয়েছে, তেমনি রাস্তায় রাস্তায় মোড়ে বসানো হয়েছে সিসিটিভি। ড্রোনের মাধ্যমেও চলছে নজরজারি। মোতায়েন প্রচুর পুলিস।

ঘড়িতে তখন প্রায় রাত আটটা। সন্ধ্যায় পার্কস্ট্রিটে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার।

আরও পড়ুন- ফের রেল দু.র্ঘটনা! বড়দিনের দুপুরে লাইন.চ্যুত আজমের-শিয়ালদহ এক্সপ্রেস
