আসন্ন ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের চেষ্টা চালাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স আয়োজন করার। গত অক্টোবরে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) অধিবেশনে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তাব দেবে ভারত। এখন প্রশ্ন হলো ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে অলিম্পিক্সের আসর। আর এবার সেই নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন অলিম্পিক্স হলে কোথায় বসবে তার আসর।

এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে (যদি ভারতের প্রস্তাব গৃহীত হয়)। সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আহমেদাবাদ) জন্য। এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
