মঙ্গলের সকালে ফের রেল বিভ্রাট। এবার চলন্ত ডাউন হাওড়া বিকানের এক্সপ্রেস এর একটি কম্পার্টমেন্টের উপর ছিঁড়ে পড়ল ওভারহেডের তার। আসানসোলের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে রেলের আধিকারিক ইঞ্জিনিয়াররা। ব্যাহত ট্রেন চলাচল।

সকাল সাতটা কুড়ি নাগাদ আসানসোল স্টেশন ছেড়ে হাওড়ার দিকে রওনা দেওয়ার সময় হঠাৎ একটি বিকট শব্দ পান হাওড়া বিকানের এক্সপ্রেসের ট্রেন যাত্রীরা। চালক লক্ষ্য করেন ওভারহেডের তার কম্পার্টমেন্টের মাথায় পড়েছে। এমনকি বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থামিয়ে দেন। রেল সূত্রে খবর ছিঁড়ে যাওয়া তার ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে। তাই অন্য ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।