“চৈতন্যের সার্থক উত্তরাধিকারী মমতা”: পূর্বস্থলীর অনুষ্ঠানে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

“চৈতন্যদেব (Chaitanyadev) সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সবাইকে সঙ্গে রাখার কথা বলেছিলেন। মমতাদি (Mamata Banerjee) সবাইকে সঙ্গে নিয়ে চলেন। তিনি কোনও বিভাজন বা ভেদাভেদের রাজনীতি করেন না। চৈতন্যদেবও করেননি। চৈতন্যের সার্থক উত্তরাধিকারী এই বাংলায় যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এভাবেই চৈতন্যদেবের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে ব্রাত্য বসু বলেন, প্রকৃতি এবং প্রাণীসম্পদকে রক্ষা করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই উদ্যোগী।পাশাপাশি লোকসভা নির্বাচন প্রসঙ্গে ব্রাত্য জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ৩৫ থেকে ৪০টি আসনে জয়লাভ করবে।

উল্লেখ্য, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ‘খাল-বিল-চুনোমাছ’ উৎসবে মঙ্গলবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চৈতন্যদেব’-র সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু।

 

 

 

Previous articleপদ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বি.স্ফোরক অনুপম
Next articleপেশায় চিকিৎসক! পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্র.তিদ্বন্দ্বিতা করে নয়া নজির সাবিরার