আরও ৩ দিন ছুটি বাড়ল রাজ্যে! বড় সিদ্ধান্ত নবান্নের, জারি বিজ্ঞপ্তি  

রাজ্যের ছুটির (Holiday) তালিকায় আরও তিনটি দিন যোগ হল। এবার থেকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছটপুজোতেও ছুটি থাকবে। মঙ্গলবার রাজ্য সরকার এনআই অ্যাক্ট (NIA Act) আওতায় নবান্ন এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাঙ্ক (Bank), বিমা-সহ যে সব ক্ষেত্রের ছুটি ওই আইনে হয়, সেখানেও অতিরিক্ত ওই ৩ দিন ছুটি চালু হচ্ছে। এত দিন ব্যাঙ্ক বিমা-সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য ছিল না। তবে ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবক সূত্রে খবর, এনআই অ্যাক্টে অতিরিক্ত ওই তিন দিন ছুটির দাবি জানিয়ে আমরা গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি। এত দিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার তা তিন দিন বাড়ল।

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleসপ্তাহ পেরিয়ে কোলাঘাটে মিলল হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ