Tuesday, November 4, 2025

প্র.য়াত অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর অভিনেতা! গাড়ি থেকে উদ্ধার দেহ

Date:

মর্মান্তিক পরিণতি অস্কারজয়ী ছবি প্যারাসাইট (Parasite)-এর অভিনেতা লি সান কিউনের (Lee Sun Kyun)। বুধবার সকালে তাঁর গাড়ির ভিতর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিওলের একটি পার্কের ভিতরে রাখা গাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে অভিনেতার মৃত্যু হল তা এখনও জানা যায়নি।

 

উল্লেখ্য, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি। তাঁর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। এরপরই সিওলের একটি পার্ক থেকে নিজের গাড়ি ভিতরেই লির মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। বহুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর অভিনেতার বিরুদ্ধে তদন্তও শুরু হয়। লির মৃত্যুর সঙ্গে এই ঘটনারও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি প্যারাসাইট। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। তবে শুধু প্যারাসাইট’ নয়, হেল্পলেস, অল অ্যাবাউট মাই লাইফ-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version