Wednesday, January 21, 2026

দলের থেকে বড় কেউ নয়: উত্তর চব্বিশ পরগনায় কোর কমিটি গড়ে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে দলে কোনও রকম মনোমালিন্য বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার, চাকলায় উত্তর চব্বিশ পরগনার কর্মিসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর ২৪ পরগনা ৫টি আসনে নজর রাখার নির্দেশ স্পষ্ট নির্দেশ দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এই উদ্দেশ্যে তিনি নির্মল ঘোষকে মাথায় রেখে একটি কোর কমিটি গড়ে দেন।

লোকসভা নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের নেতাদের মধ্যে মতৈক্য গড়ার বিষয়ে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, দলের থেকে নিজেকে বড় ভাবলে হবে না। বলেন, “কোনও ঝগড়া বরদাস্ত করব না। বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না। হতে পারে না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে।” ব্যক্তিগত ঝগড়া করে যাঁরা বাড়িতে বসে আছেন, তাঁদেরকে ডেকে নিয়ে আসার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, উত্তর ২৪ পরগনা জেলয় তৃণমূলের একটাই হৃদয়। তৃণমূল সভানেত্রী কড়া বার্তা দেন, “দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না। তৃণমূলের কাজ নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা।“

দলের সাংসদ, মন্ত্রী, নেতাদের ৩৬৫দিন মানুষের পাশে থাকার নির্দেশ দেন মমতা। বলেন, “মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন। মানুষের সমস্যার দিকে নজর দিন। দরকার হলে চায়ের দোকানে বসুন।”

আরও পড়ুন: ইডির চার্জশিটে নাম প্রিয়াঙ্কার! লোকসভা নির্বাচনের আগে চ.রম অ.স্বস্তিতে হাত শিবির

দলে পুরনো ও নতুন কর্মীদের একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বর্ষীয়ান নেতাদের সম্মান জানাতে হবে। বলেন, “পুরনো কোনও কর্মী অভিমান করে থাকলে, তাঁদের বাড়ি থেকে ডেকে আনুন।”

লোকসভা ভোটকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার জন্য এই কোর কমিটিও গঠন করেন মমতা। জানান লোকসভা নির্বাচনের কারণে সাংসদদের কমিটিতে রাখা হচ্ছে না।
কমিটি রয়েছেন,
নির্মল ঘোষ, চেয়ারম্যান
তাপস রায়
শোভনদেব চট্টোপাধ্যায়
সুজিত বসু
ব্রাত্য বসু
চন্দ্রিমা ভট্টাচার্য
রথীন ঘোষ
নারায়ণ গোস্বামী
বিশ্বজিৎ দাস
মমতা ঠাকুর
সুকুমার মাহাত
রফিকুল ইসলাম মণ্ডল
হাজি নুরুল ইসলাম
বীণা মণ্ডল
তাপস দাসগুপ্ত
গোপাল শেঠ
সুরজিৎ বিশ্বাস
এটিএম আবদুল্লা
রফিকর রহমান

প্রতি ১৫ দিন অন্তর কোর কমিটি রিপোর্ট দেবে।

spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...