Thursday, January 8, 2026

নজরে লোকসভা ভোট! অযোধ্যায় একাধিক ট্রেনের উদ্বোধন করে দেশবাসীর মন জয়ের চেষ্টা মোদির

Date:

Share post:

ভোট বড় বালাই। আর সেকারণেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ‘রাম’ নামেই বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার সকাল সকাল অযোধ্যা (Ayodhya) পৌঁছে রোড শোয়ের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর তার মধ্যে উল্লেখযোগ্য মোট ৮ ট্রেনের (Train) উদ্বোধন। তবে মুখে না বললেও রাম জন্মভূমি থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন নমো। এদিন অযোধ্যা ধাম স্টেশনের ফেজ ১ উদ্বোধনের পাশাপাশি, মোট ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৮ ট্রেনের মধ্যে রয়েছে ২টি অমৃত ভারত এক্সপ্রেস ও ৬ টি বন্দে ভারত এক্সপ্রেস।

শনিবার সকালে রোড শোয়ের পর বেলার দিকে সবুজ পতাকা উড়িয়ে একইসঙ্গে এই ট্রেনগুলোর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। দুই অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি ট্রেন যাবে দ্বারভাঙা- অযোধ্যা হয়ে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় অমৃত ভারত ট্রেনটি মালদা টাউন- বেঙ্গালুরু পৌঁছে যাবে বলে খবর। পাশাপাশি এদি ৬টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৬ টি ট্রেনের রুট, বৈষ্ণো দেবী কাটরা- নয়াদিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু, জালনা- মুম্বই, অযোধ্যাধাম জংশন- দিল্লি, ম্যাঙ্গালুরু- মাডগাঁও, অমৃতসর- দিল্লি। এতদিন দেশজুড়ে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস চলত কিন্তু শনিবার থেকে সেই সংখ্যা বেড়ে হল ৪০।

উল্লেখ্য, অমৃত ভারত এক্সপ্রেসে এই প্রথম ব্যবহার করা হয়েছে আধা স্থায়ী কাপলিং। যা ট্রেনের যাত্রীদের শক প্রুফ অভিজ্ঞতা প্রদান করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ট্রেন দুটি জেনারেল ও স্লিপার কোচের হলেও, শীঘ্রই অমৃত ভারত এক্সপ্রেসে থাকবে এসি কোচও। তবে স্লিপারে এই ট্রেনের ভাড়া বর্তমানের ট্রেনগুলোর তুলনায় ১৭ শতাংশ বেশি। যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন।

 

 

 

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...