বন্ধ ফ্ল্যাটে দম্পতির রহস্যমৃত্যু! উদ্ধার রক্তাক্ত কিশোরী কন্যা

বন্ধ ফ্ল্যাটে দম্পতির রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরী কন্যা। ঘটনায় শনিবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটের কাছে নারায়ণপুরে। গলায় গুরুতর আঘাত থাকায় কিশোরীকে চিনার পার্কের (Chinar Park) কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এদিন বেলার দিকে নারায়ণপুরের স্যর রমেশ মিত্র রোডের একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে চিৎকারের শুনে ছুটে যান স্থানীয়রা। দেখা যায়, ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রূপা মুখোপাধ্যায়ের দেহ৷ পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে তাঁর কন্যা রূপসা। ঘরের মধ্যে গৃহকর্তা সাগর মুখোপাধ্যায়ের দেহ ঝুলছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকাবাসী। খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। স্বামী-স্ত্রীর মৃত্যু হলেও, জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের ১৪ বছরের কন্যাকে। তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ (Police) কমিশনার গৌরব শর্মা ও স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷

স্থানীয় সূত্রে খবর, পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর পাড়ায় ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন। পরিবার তেমন অশান্তি দেখেনি কেউ। ঘরের ভিতর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ (Police)। সূত্রের খবর, বাজারে নিজের দেনার কথা সেখানে উল্লেখ করেছেন ওই ব্যবসায়ী৷ সেই কারণেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রূপসার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।