Thursday, January 8, 2026

ভারতের আবেদনে ‘না’! হাফিজকে নয়াদিল্লির হাতে তুলে দিতে নারাজ পাকিস্তান, নেপথ্যে আজব যুক্তি

Date:

Share post:

একাধিকবার আবেদন জানালেও নিজেদের অবস্থানে অনড় পাকিস্তান (Pakistan)। ২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attack) মূল চক্রী তথা লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে (Hafeez Saeed) নয়াদিল্লির (New Delhi) হাতে একেবারেই তুলে দিতে নারাজ তারা। পাক সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ইচ্ছে থাকলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত কোনও চুক্তি নেই। আর সেকারণেই পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি সইদকে ভারতের হাতে তুলে দিতে অপারগ তারা। এমনই জানানো হয়েছে ইসলামাবাদের তরফে। আর পাকিস্তানের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলের মতে, হাফিজ সইদকে কোনওভাবেই ভারতে পাঠাতে চাইছে না পাকিস্তান। উল্টে তাকে আড়াল করতে একাধিক ফন্দি বের করছে।

শুক্রবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ভারত সরকারের তরফে পাকিস্তানকে একটি অনুরোধ বার্তা পাঠানো হয়েছে। সেখানে একটি অর্থ তছরুপের মামলায় বিচারের জন্য হাফিজ সইদকে সে দেশে পাঠানোর আবেদন করা হয়েছে। সেই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, মনে রাখা জরুরি যে, ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে পাকিস্তান এমন একটি যুক্তি খাড়া করতে পারে, তা নিয়ে আগে থেকেই জোর চর্চা চলছিল। অবশেষে শুক্রবার সেটাই সত্যি হল।

উল্লেখ্য, শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, একাধিক মামলায় হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারত। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিয়ে সুনির্দিষ্ট কিছু মামলায় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য হাফিজকে ভারতে চেয়ে পাঠানো হয়েছে।

 

 

 

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...