Saturday, January 17, 2026

টোকিও: রানওয়েতে অবতরণের সময় ২ বিমানের সংঘর্ষে আগুন, মৃত ৫

Date:

Share post:

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। এরই মাঝে ভয়াবহ দুর্ঘটনা জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের একটি কোস্ট গার্ড জেটের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল যাত্রীবাহী বিমানে। ওই যাত্রীবাহী বিমানের ৩৬৭ জন যাত্রীকে উদ্ধার করা হলেও কোস্ট গার্ড বিমানে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন ধরে যায়। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানের জানলাগুলিতে দাউদাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭০টি ইঞ্জিন। নিরাপদে যাত্রীবাহী বিমানে থাকা ৩৬৭ জনকে উদ্ধার করা হলেও, উপকূলরক্ষী বাহিনীর বিমানে থাকা ৬ জনের মধ্যে পাঁচজনের পুড়ে মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...