Monday, August 25, 2025

লোকসভা ভোটের আগে বিজেপিতে ভা.ঙন অব্যহত! উদয়নের হাত ধরে দলবদল নিশীথের দু’ভাইয়ের

Date:

“বিজেপিতে (BJP) থেকে মানুষের কাজ করতে পারছিলাম না। দলে যোগ্য সম্মানও পাচ্ছিলাম না। তাই তৃণমূলে (TMC) যোগ দিলাম।” বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) হাত ধরে তৃণমূলে যোগদানের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) দুই ভাই। নিশীথের দুই তুতো ভাই সুনীল বর্মন ও জগদীশ বর্মনের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে কয়েকদিন আগেই তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিশীথ। আর সেই অভিযোগ যে একেবারেই মিথ্যা, তা এবার হাতেনাতে প্রমাণ করলেন মন্ত্রী উদয়ন। এদিন দুই ভাই দলে যোগদানের পর নিশীথকে কটাক্ষ করে উদয়ন বলেন, “অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখলে এমনই হয়। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই তৃণমূলে যোগ দিলেন”। উদয়নের আরও দাবি, “বিজেপি মানুষের হয়ে কোনও কাজ করে না। তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই তুতো ভাই তৃণমূলে যোগ দিলেন।” তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এদিন উদয়ন গুহর হাত ধরে মন্ত্রীর দুই আত্মীয়র তৃণমূলে যোগদানকে রীতিমতো গুরুত্বসহকারে দেখছে রাজনৈতিক মহল। লোকসভা ভোট যত এগিয়ে আসবে এই ধরনের ঘর ভাঙনের ঘটনাও তত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version