Monday, August 25, 2025

সদ্য সরিয়ে দেওয়া হওছে জুয়ান ফেরান্দোকে। নতুন কওচ হওছেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে সূত্রের খবর,এখনও ভিসা পাননি হাবাস। এদিকে দরজায় কড়া নাড়ছে সুপার কাপ। তাহলে কি সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাই সুপার কাপে হেড কোচ হিসেবে থাকবেন? সেটাই এখন প্রশ্ন মোহনবাগানে। যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিছুই বলতে চাইছে না। জানিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আজ অথবা কালকের মধ্যে।

আইএসএল-এর প্রথম পর্বে শেষ তিন ম্যাচে হার, এএফসি কাপে ভালো কিছু করতে না পারা, সব মিলিয়ে সবুজ-মেরুন কর্তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন জুয়ান ফেরান্দো। আর সেই কারণেই সরে যেতে হয়েছে তাঁকে। মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পরেই তাঁর উপর চাপ বাড়তে থাকে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেরালা ব্লাস্টার্স ম্যাচই তাঁর কাছে অ্যাসিড টেস্ট। সেই ম্যাচে ব্যর্থ হওয়াতেই তাঁকে সরে যেতে হল। মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, তিনি নিজেই পদত্যাগ করেছেন।

সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত বলেন, ‘হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ানের যে ব্যর্থতা হচ্ছিল, তা নিয়ে ম্যানেজমেন্ট বসে ঠিক করেছে যে জুয়ানকে রেস্ট দেবে।’ পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাসও যে ভিসা পাননি সেটাও স্বীকার করে নিয়েছেন দেবাশিস। তিনি বলেন, ‘হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ভিসার আবেদন করবে। ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে।’ বাগান সচিবের কথায় পরিস্কার সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস।

আরও পড়ুন-প্রথম দিনেই পরেছে ২৩টি উইকেট, নিউল্যান্ডসের উইকেট নিয়ে ক্ষু.ব্ধ খোদ দক্ষিণ আফ্রিকার কোচ, ক্যাপ্টেন


Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version