Sunday, August 24, 2025

উনি ১৫০ বছর বিধায়ক থাকুন! করিম চৌধুরীর ‘নিদানে’র পাল্টা জবাব কুণালের

Date:

দলের অন্দরে বাগযুদ্ধের মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন ইসলামপুরের ১১বারের বিধায়ক আবদুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhuri)। দলে প্রবীণদের প্রয়োজন আছে বোঝাতে গিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাল্টা জবাব দেন কুণালও।

দলে নবীন-প্রবীণ সবারই যে প্রয়োজন আছে- সে কথা স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। তার পরেও খবরে থাকতে মন্তব্য করছেন কেউ কেউ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবদুল করিম বলেন, প্রবীণদের দলে থাকা প্রয়োজন। প্রবীণদের ছাড়া দল কেন, দেশ চালানো কঠিন হবে। প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি, তাঁদের থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে। এত পর্যন্ত বলেই আচমকা কুণাল ঘোষকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও কুণালকে বহিষ্কার করেননি তা নিয়েও প্রশ্ন তোলেন।

বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল (Kunal Ghosh) বলেন, “আবদুল করিম চৌধুরী যে ভঙ্গিতে কথা বলেছেন, তাতে যাঁরা দেখবেন, তাঁরা বুঝবেন নবীন-প্রবীণ প্রসঙ্গ কেন আসছে।“ এরপরেই কুণালর মন্তব্য, “ওঁর জন্য আমার শুভকামনা রইল। উনি দেড়শো বছর বিধায়ক থাকুন। আমাকে অপছন্দ হলে উনি একটা চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করুন। স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেব।”

এর আগেও বিভিন্ন সময় দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন করিম চৌধুরী। দলে বিদ্রোহী ভাবমূর্তি তৈরির চেষ্টা করলেও তাঁর কথায় নেতৃত্ব তেমন গুরুত্ব দেন না বলেও অন্দরের খবর।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version