Monday, January 19, 2026

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্ব সংঘাতে শেষ হল প্রচার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা:ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে শেষ হল নির্বাচনের প্রচার পর্ব। দেশের অন্যতম বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লিগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।এবারের নির্বাচনে জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সমঝোতা হলেও আছে স্বতন্ত্র প্রার্থীও। ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্রের জোরদার লড়াই। এরই মধ্যে হতাহত হয়েছে অনেকে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।হামলা, ভাঙচুরের অভিযোগ বেশি নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এবারের নির্বাচনে অন্তত ২২০টি আসনে সাড়ে তিনশর বেশি স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

এমনও আসন আছে যেখানে নৌকার প্রার্থীর বিপরীতে চারজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।প্রতীক দেওয়ার পর গত ১৭ দিনে ২০০টির বেশি জায়গায় হিংসা ছড়িয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচন ঘিরে ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২১৫ জনকে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে ১৪ দিনে ৪৬১টি অভিযোগ জমা পড়েছে। একই সময় নিষ্পত্তি করা হয়েছে ৪৫৭টি অভিযোগ। জননিরাপত্তা বিভাগের নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেল সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২ লাখ ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। সাধারণ ভোটকেন্দ্রে ৪ লাখ ৭২ হাজার সদস্য মোতায়েন থাকবে।এবারের নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
এবার ৩০০ নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫-১৭ জনের নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে।

আরও পড়ুন-এজেন্সি রাজনীতি! শরদ পাওয়ারের নাতির ঠিকানায় ইডির তল্লাশি

spot_img

Related articles

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও।...

সমাধানে ব্যর্থ ফেডারেশন, আনোয়ার ইস্যুতে বড় পদক্ষেপ মোহনবাগানের

২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার...

শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং, ইডেন পরিদর্শন পরিচালকের

দক্ষিণ আফ্রিকায় যখন প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়(Sourav Ganguly )তখন তাঁর ভক্তদের জন্য সুখবর। আগামী মার্চ মাসেই...