হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়িতে ED তল্লাশি, উদ্ধার কয়েক কোটি টাকা ও অস্ত্র

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানে হরিয়ানায় এক কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ও অস্ত্র। ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে চলা এই তল্লাশিতে নগদ ৫ কোটি টাকা, ১০০ বোতল মদ এবং ৩০০ বুলেট উদ্ধার হয়েছে। হরিয়ানার সোনিপাতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার, যিনি এক খনি ব্যবসায়ীও, তাঁর বাড়িতে পৌঁছয় ইডি। তল্লাশি চালানো হয় তাঁর সঙ্গীদের বাড়ি, অফিস ও অন্যত্রও। তাঁর পরিবার ও কর্মীদের ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপর তল্লাশি চলে যমুনানগরের প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতেও। সব মিলিয়ে মোট ২০ জায়গায় চলে তল্লাশি অভিযান।

ইডির তরফে জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর, সোনিপাত, মোহিলা, ফরিদাবাদ, চণ্ডীগড়, কার্নাল-সহ ২০টি স্থানে চলা এই তল্লাশিতে পাওয়া গিয়েছে নগদ অর্থ ও মদ। সেই সঙ্গেই প্রচুর কার্তুজ এবং ৪ থেকে ৫ কেজি সোনার বিস্কুটও উদ্ধার করা হয়েছে। গত বছরের শেষে, ডিসেম্বরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা ও দপ্তরে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা। সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার ফের হরিয়ানা থেকে টাকা উদ্ধারের ঘটনা সামনে এল। এদিকে একই ভাবে মহারাষ্ট্রেও সক্রিয় হয়েছে ইডি। শুক্রবারই এনসিপি প্রধান শরদ পওয়ারের নাতি বিধায়ক রোহিত রাজেন্দ্র পওয়ারের মালিকানাধীন সংস্থার কয়েকটি দপ্তরে তল্লাশি চালিয়েছে ইডি।